জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের দূর্গা পুজা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আগরতলা পুর নিগম এবছর অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রতিমা নিরঞ্জন শেষ করে নিতে হবে। তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে হচ্ছে কার্নিভাল। তেরঙ্গা আলোকসজ্জায় সেজে উঠবে শহরের রাজপথ গুলো। শুক্রবার নিগমের কাউন্সিল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান মেয়র দীপক মজুমদার। মেয়র আরও রাজধানী আগরতলার গতানুগতিক দুর্গাপূজার বাইরে এবার নতুন মাত্রায় উপহার দেবে আগরতলা পুর নিগম। ইতিমধ্যে শহরের পরিছন্নতা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখার লক্ষ্যে নিগম কাজ শুরু করে দিয়েছে। পচা দুর্গন্ধ এসব এড়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার। 5 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে বিসর্জনের কাজ। সেজন্য দশমিঘাটকে নতুন করে গোছানো হয়েছে। বাদ্যযন্ত্র সাউন্ড সিস্টেম ঢাক এসব নিয়ে কোন ক্লাবকে দশমী ঘাটে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিগম এলাকায় মহিলা পরিচালিত যে সমস্ত পূজা হচ্ছে তাদেরকেও ভালো কিছু করার জন্য পৃথকভাবে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শহরের সেরা থিম , আলোকসজ্জা , পরিছন্নতা এবং নেশা বিরোধী বার্তা দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। বললেন মেয়র দীপক মজুমদার। প্রতিমা নিরঞ্জনের সময় মাঙ্গলিক অনুষ্ঠানের দায়িত্ব এবছর পুর নিগম কর্তৃপক্ষ নিজের হাতে নিয়ে নিয়েছে। নিগমের পক্ষ থেকেই পুরোহিত ঢাক কাসা এবং উলুধ্বনি দেওয়ার জন্য সারাক্ষণ মজুদ থাকছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত তাদের এই দায়িত্ব বজায় থাকবে। দুর্গাপূজার আনন্দমুখর দিনগুলো নিশ্চিন্তে উপভোগ করার জন্য সকলের সহযোগিতা চাইলেন মেয়র দীপক মজুমদার। এবারের পূজাকে অন্যভাবে ভিন্ন মাত্রায় হেসে খেলে কাটিয়ে দিতে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান রাখলেন তিনি।