জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশন। মোট দুদিন বসবে এবারের অধিবেশন ২৩ ও ২৬ শে সেপ্টেম্বর। বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং শেষে জানালেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। দুদিনের এই অধিবেশনে মোট দুটি বিল আনা হবে। একটি অর্থ দপ্তরের অন্য আরেকটি এগ্রিকালচার দপ্তরের। বৈঠকে বিরোধী সিপিআইএম দলের তরফে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী। শাসক দলের পক্ষে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, আইনমন্ত্রী রতন লাল নাথ , বিধায়ক ডা: দিলীপ দাস, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ প্রমুখ।