জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে তেজী হচ্ছে 10323 চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন। ক্ষুব্দ শিক্ষক-শিক্ষিকারা ফের ঘেরাও করল শিক্ষা ভবন। দেখা নেই শিক্ষা অধিকর্তার , রুমে তালা। দফাওয়ারি আন্দোলনে টনক নড়ছে না রাজ্য সরকারের। সদুত্তর পাচ্ছেনা চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। কোন স্পষ্টীকরণ নেই 10323 চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জনমনে। ঠোটো জগন্নাথ এর ভূমিকায় শিক্ষা দপ্তর। অভিযোগ দুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রানী। বিশ্বস্ত সূত্রে খবর শিক্ষা মন্ত্রী আর শিক্ষা অধিকার তার মধ্যে চলছে ঠান্ডা লড়াই। যার খেসারত দিতে হচ্ছে চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। গতকাল ভোররাতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যাওয়ার পরক্ষণেই , ফের শিক্ষা ভবন ঘেরাও করেছে 10323 চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ সরকার মুখ লুকিয়ে পুলিশ লেলিয়ে দিচ্ছে তাদের উপর। এদিন শিক্ষা ভবন ঘেরাওকারি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা জানান , যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট কোনো জবাব না পায় , ততক্ষণ পর্যন্ত জারি থাকবে এই আন্দোলন। উল্লেখ্য 2014 সাল থেকে 10323 চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের এই আন্দোলন কর্মসূচি চলে আসছে। তাদের জন্য না কোন উদ্যোগ গ্রহণ করেছে তৎকালীন বামফ্রন্ট সরকার। না কোন উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার। যার প্রায়শ্চিত্ত করছে চাকরীচ্যুতরা। এক দুর্বিষহ জীবন যাত্রা চালিয়ে যাচ্ছে তাদের পরিবার পরিজন ও ছোট ছোট ছেলেমেয়েরা।