জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতেগোনা আর কয়েকদিন পরেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজা। এ নিয়ে চলছে ব্যস্ততা মুর্তিপাড়ায়।গত দু’বছরে তুলনা এবার ব্যস্ততার গতিও অনেক বেশি। চলছে পুরোদমে প্রতিমা তৈরীর কাজ। দিনরাত কাজ করে চলছে শিল্পীরা। যাতে পুজা আয়োজকদের ঘরে সঠিক সময়ে পৌছে দিতে পারেন। তেলিয়ামুড়া যে সকল একাকায় প্রতিমা তৈরী করার কাজ করা হয় এর মধ্যে অন্যতম বলাচলে শিববাড়িস্থিত প্রতিমা শিল্পী। তিনি হলেন তেলিয়ামুড়ার সু পরিচিত প্রতিমা শিল্পী সুভাষ পাল।