করুনাময় এই পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে নিজ কর্তব্য পালনে সচল রয়েছেন । এই সাংবাদিকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন। আজকে তারই পরিপ্রেক্ষিতে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক তনয় দাস । বুধবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক তনয় দাসের সহযোগিতায় সাংবাদিকদের স্যানিটাইজার ও ম্যাক্স বিতরণ করা হয় । এদিনের অর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার , স্যান্দন পত্রিকার এমডি অভিষেক দে ও সমাজসেবক তনয় দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা ।