Site icon janatar kalam

হাসপাতালে পরিষেবা তলানীতে ব্যবস্থা গ্রহণের আর্জি নিয়ে স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা হাসপাতালের সাস্থ্য পরিষেবার বেহাল দশা, খোয়াই সাস্থ্য আধিকারিকের ঘুম ভাঙাতে ৯ দফা দাবীর ভিত্তিতে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। সোমবার খোয়াই ব্লক কংগ্রেসের ৫ জনের এক প্রতিনিধির দল খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ নির্মল সরকারের সাথে এক সাক্ষাতে মিলিত হয়ে স্মারক লিপি প্রদান করেন । খোয়াই ব্লক কংগ্রেসের অভিযোগ খোয়াই জেলা হাসপাতালের প্রধান সমস্যা,হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা যার ফলে দূর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী এবং রোগীর পরিজনদের । অন্যদিকে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় রোগীদের মাটিতে বিছানা করেই চিকিৎসা নিতে হচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান করার দাবী তুলে খোয়াই ব্লক কংগ্রেস । পাশাপাশি খোয়াই ব্লাড ব্যাংকে বিভিন্ন গ্রুপের রক্তের যোগান অব্যাহত রাখা । রোগীদের বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা সহ একাধিক দাবি তুলেছে খোয়াই ব্লক কংগ্রেস কমিটি । এদিন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক স্মারক লিপি হাতে পেয়ে খুব শীঘ্রই বিষয়গুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের পিছনে নেয়া হবে বলে জানান।

Exit mobile version