এই মুহূর্তে করোনা আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব , যার জেরে আমাদের দেশ ভারতের প্রধানমন্ত্রী দেশব্যাপী জারি করেছে লক ডাউন . লক ডাউনের ফলে আটকে পড়েছে রাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য , এমনই এক দৃশ্য দেখা গেলো রাজধানীর নন্দনগর এলাকার মৃৎ শিল্পীদের মাঝে. তাদের অভিযোগ রাজ্যে লক ডাউনের ফলে মানুষ ঘর থেকে বেরোতে না পারায় বিক্রয় কমে যাওয়ার ফলে আটকে পড়েছে রাজধানীর বিভিন্ন মিষ্টি দোকানের জন্য তৈরী করা দইয়ের পাতিলসহ অন্যান্য সামগ্রী . যার জেরে তাদের সংসারে আছড়ে পড়েছে নানান সমস্যা .