জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এমবিবি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি তথা হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির | উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। মহারাজ বীর বিক্রম কলেজের হীরক জয়ন্তী বর্ষ তথা 75 তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের। গত 5 ই সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এম বি বি কলেজের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি প্রত্যেকটি কলেজকে দপ্তরের মাধ্যমে লিখিতভাবে জানাবেন একটি ক্যালেন্ডার তৈরী করে বছরে যেন তিনটি বা দুটি রক্তদান শিবিরের আয়োজন করে। তিনি কিছুদিনের ভিতরেই শিক্ষা দপ্তরের চিঠি দিয়ে জানাবেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। পাশাপাশি রক্তদান নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে স্কুল পর্যায়ে কোন বিষয়ে পাঠক্রম রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার বলে জানান রতন লাল নাথ।