জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সেপ্টেম্বর মাস জাতীয় পোষণ মাস উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বুধবার শহরে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করেছে। উমাকান্ত একাডেমির ময়দান থেকে এই রেলির সূচনা করেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ,দপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ সিং জয়সওয়াল সহ আরও অনেকে। রেলিটি উমাকান্ত ময়দান থেকে শুরু করে রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয়। পরে রবীন্দ্রভবনে রেলিতে অংশগ্রহণ কারীদের নিয়ে সূচনা করা হয়েছে পুষণ সপ্তাহের বিষয়বস্তু নিয়ে এক আলোচনাচক্র।এখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন সবার দায়িত্ব গর্ভবতী মহিলা এবং শিশুদের সুস্থ রাখতে সকলের উচিৎ এগিয়ে আসা।আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন,অপুষ্টির কারণে কোনও শিশু যেন পৃথিবীতে না আসতে পারে এবং দুর্বল না হয় …একজন সুস্থ মা-ই পারে একটি সুস্থ শিশু জন্ম দিতে। মা শিশুদের সঠিক পুষ্টি প্রদান করুন। দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। আজকের শিশু আগামী দিন হবে দেশের কর্ণধার। দেশ গঠনের বড় কারিগর। তাই প্রত্যেক মা এবং শিশুদের পুষ্টি প্রদান করে সুস্থ সমাজ গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত , পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমূখ।