জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১ মাসের মধ্যে মন্ত্রী রামপদ জমাতিয়ার হাতে থাকা দপ্তর গুলির শূন্যপদ নির্ণয় করে নিয়োগ করা হবে। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে নিজেই একথা জানালেন মন্ত্রী। জনজাতিদের উন্নয়নে কি কি কাজ করা হচ্ছে ? তারও হিসেব দেন রামপদ। রাজ্যের জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে ১৩০০ কোটি টাকার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই টাকা কোন কোন খাতে কিভাবে খরচ হবে ? সেই বিষয়ে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।জনজাতিদের উন্নয়নে কেন্দ্রের দেওয়া এই বিপুল পরিমান টাকার সুফল আগামী নভেম্বর মাস থেকে পাওয়া শুরু হবে বলে মহাকারনে সাংবাদিক সম্মেলন করে জানান দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। জনজাতি কল্যাণ দপ্তর ছাড়াও আরো কয়েকটি দপ্তর রয়েছে মন্ত্রী রামপদ জমাতিয়ার হাতে।। এই দপ্তর গুলির শূন্যপদ নির্ণয় করে আগামী ১ মাসের মধ্যে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সব মিলিয়ে ২০০ থেকে ৩০০ জনকে চাকরি দেওয়া যাবে বলে মন্ত্রীর অনুমান। মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় ৮ জেলার জন্য ১০ কোটি টাকা রাখা হয়েছে বলে জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। এতে প্রতি সুবিধাভোগীর সাড়ে ১২ কানি জায়গার রাবার বাগান গড়ে দেওয়া হবে। রাবারের চারা দেওয়া হবে সরকার থেকে। রেগা প্রকল্পের শ্রমিকের মাধ্যমে চারা রোপন করা হবে । যদিও বর্তমানে তার হাতে থাকা দপ্তর গুলিতে কত শূন্যপদ রয়েছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে পারেননি রামপদ।