Site icon janatar kalam

সন্ত্রাসে পাল্টা আক্রমণের আহ্বান বীরজিত সিনহার সন্ত্রাসমুক্ত নির্বাচনের আবেদন জারিতা লাইফাংয়ের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত করার আবেদন রেখেছেন প্রদেশ কংগ্রেস ত্রিপুরার কেন্দ্রীয় ইনচার্জ জারিতা লাইফাং। মঙ্গলবার কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও এ আই সি সি সম্পাদিকা জারিতা লাইফাং জিরানিয়া মহাকুমার আক্রান্ত কংগ্রেস কর্মী কেশব সরকারের বাড়িতে যান। উল্লেখ্য কিছুদিন আগে জিরানিয়া এলাকায় কংগ্রেস দলের কর্মী কেশব সরকারের বাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতীরা আক্রমণ সংঘটিত করেছিল। বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে তছনছ করে দেয় জিনিসপত্র । বুল ডোজার চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল শ্রী সরকারের বাড়ির সদর দরজা।এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সন্ত্রাস মোকাবেলা করতে আক্রমণ করতে হবে পাল্টা। গড়ে তুলতে হবে প্রতিরোধ।

Exit mobile version