Site icon janatar kalam

সমাজতন্ত্র সমাজ গড়ার নতুন শপথ নিলো সিপিআইএম

সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কাল ম্যাক্সের ২০৩ তম জন্মদিবস . রাজধানীর মূল অনুষ্ঠানটি সিপিআইএম সদর কার্যালয়ে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে উদযাপিত করা হয় দিনটি . এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ কাল ম্যাক্সের ২০৩ তম জন্মদিবস পালনের মধ্যে দিয়ে পুঁজিবাদী সমাজব্যবস্থাকে উৎক্ষাত করে শোষিত শ্রেণীর মানুষদের ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নিয়ে যাওয়ার নতুন শপথের কথা জানান.

Exit mobile version