জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কাশবনের কাশ ফুলে জানান দেয় যেন পুজো এসেছে। তাইতো শারদীয় উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে চারিদিকে।
ভাদ্র আশ্বিন দুইটি মাস শরৎকাল অর্থাৎ শরৎ ঋতু। বাংলা ছয়টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু । শরৎ ঋতুতে আকাশের ঘনঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ আকাশ সূর্যের কিরণে ঝলমল করে । এ যেন শরৎ ঋতুর এক অপূর্ব দৃশ্য । শরৎ ঋতু মানে শারদীয়ার আগমনি বার্তা মূলত শরতের শারদীয়া হিন্দু ধর্মাবলম্বীদের চিত্তকে আন্দোলিত করে তুলে । শরতের মৃদুল বাতাস কাশবনে কাশফুলের আন্দোলিত হওয়ার দৃশ্য চারদিকে ফুটে উঠেছে । শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীরা গুটি গুটি করে দুর্গা দেবীর কাঠামো তৈরি করে চলছেন । তবে শরৎকালে কাশবনের কাশফুল ফুটার সাথে সাথেই শারদীয়ার আগাম বার্তা । কেমন যেন শারদীয়া পূজোর ভাব । চারিদিকে পূজো পুজো গন্ধ । কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবেই হলো শারদীয়া উৎসব । উৎসব মানেই অফুরন্ত আনন্দ । এই শরৎ ঋতুতে কাশবনে কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারির ফুলের সৌরভ মুখরিত হয়ে ওঠে। এ প্রসঙ্গে এলাকার এক নাট্যকার মনো রঞ্জন গোপ বলেন ঋততে মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।