জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উদ্বেগ জনক ভাবে নেশার প্রবণতা বাড়ছে বাচ্চাদের মধ্যে। তাকে প্রতিহত করতে এগিয়ে আসতে হবে সমাজের সকল অংশের মানুষকে।বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।একদিকে যখন নেশা মুক্ত ত্রিপুরার ঢাক পেটানো হচ্ছে। তখন বাচ্চাদের মধ্যে নেশার প্রবণতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী ডা: সাহা নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান রাখেন। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য সরকারের মূল লক্ষ্য তুলে ধরতে গিয়ে বলেন, সরকার চাইছে সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে। কিন্তু এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব না। গোটা রাজ্যবাসী সম্মিলিতভাবে সুস্থ ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন , শিশুদের কাছ থেকে আমাদের কিছু পেতে হলে তাদেরকে সেই ভাবে গড়ে তুলতে হবে , স্বাস্থ্যের পাশাপাশি তার মানসিক বিকাশেও সমানভাবে গুরুত্বারোপ করতে হবে। উল্লেখ্য 3 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি হাসপাতাল স্কুল কলেজ ইনস্টিটিউট, অঙ্গনওয়াড়ি সেন্টার প্রভৃতি স্থানে শিশুদের টিকা করন করা হবে। সেই বিষয়ে সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চাওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা ,সচিব সিদ্ধার্ত শিব জয়সোয়াল প্রমূখ। এদিন স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীদের পুরস্কৃত করা হয়েছে।