মালেশিয়ায় কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মনির হোসেন নামে ২৩বছর বয়সী ত্রিপুরার এক যুবক। মৃতের বাড়ি মধুপুর থানাধীন পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংবাদে প্রকাশ, মনির হোসেন ২০১৮ সালে পারিবারিক আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য ত্রিপুরা ছেড়ে মালেশিয়া গিয়েছিলো । সেখানে একটি রেস্তোরাঁতে কাজ করতো সে । কয়েকদিন আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় । মনিরের দাদু জানান, বুধবার ভোরে মালেশিয়া থেকে বাড়িতে ফোন আসে, মনির আর বেঁচে নেই । এদিকে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস নিয়ে বর্তমানে গোটা বিশ্ব বিশেষ করে মধ্যে এশিয়ার সমস্ত দেশ চিন্তিত । এবার এই ভাইরাসে রাজ্যের একজন যুবকের মৃত্যু হয়েছে । এই ঘটনায় রাজ্য সরকারও অনেকটা বেতীব্রস্থ । যদিও রাজ্যে এখনো এই ভাইরাসের কোন হদিশ পাওয়া যায়নি ।