জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনায় গর্ভবতী মায়েরা পাবে এককালীন 7000 টাকা। জানালেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। গর্ভবতী মায়েদের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার শুরু করেছে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা। এই যোজনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলে সরাসরি গর্ভবতী মায়েদের একাউন্টে 7হাজার টাকা ট্রান্সফার করবে। যাতে করে কোন গর্ভবতী মা অপুষ্টিজনিত রোগে না ভোগেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সমস্ত রকম প্রতিষেধক টিকা গুলি নেওয়া , মা এবং শিশুর পুষ্টির সমতা বজায় রাখার জন্যই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনার এক অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। শহরের একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দপ্তরের জেলা পরিদর্শক ড: চন্দ্রানী বিশ্বাস সংশ্লিষ্ট প্রকল্প গুলির সুবিধা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। জেলা পরিদর্শক আরো জানান, গোটা সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা রাজ্যে পোষণ প্রকল্প নিয়ে প্রচার করা হবে। যাতে করে গরিব অংশের সমস্ত গর্ভবতী মায়েরা এই সুবিধার অন্তর্ভুক্ত হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুলির সঠিক বাস্তবায়ন হলে রাজ্যে আর কোন গর্ভবতী মা ও শিশু অপুষ্টিতে ভোগবেনা বলে অভিমত ব্যক্ত করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমূখ।