জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে শাসক দল বিজেপি ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। রাজ্যে চলছে এখন দলের বিভিন্ন গণসংগঠন গুলির কার্যকারীনি বৈঠক। সাংগঠনিক গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকেই কার্যত ভোটের ময়দানে নেমে পড়েছে শাসকেরা। বৃহস্পতিবার
পার্টির ওবিসি মোর্চা ২ নং মোহনপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় মোহনপুরের বোয়ালিয়াস্থিত শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে। এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।এছাড়াও ছিলেন ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক উৎপল দেবনাথ,ওবিসি মোর্চা মোহনপুর মন্ডল সভাপতি প্রভাত দেবনাথ, বিজেপি মোহনপুর মন্ডলের সহ সভাপতি শ্যামল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। পার্টির পতাকা উত্তোলন,প্রদ্বীপ প্রজ্জ্বলন ও ভারতমাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বৈঠকের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ।