জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ব সহায়ক দলের সদস্যদের এখন থেকে সাত দিনের মধ্যে সাত শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।মহিলা সশক্তিকরণ এর উপর বিশেষ গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার। স্ব সহায়ক দল গুলির মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী তথা গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেব বর্মন পূর্বতন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে বলেন , বিগত সরকারের আমলে মাত্র 4 হাজার স্ব সহায়ক দল ছিল।বর্তমানে এসএসজি নিয়ে আন্দোলন চলছে।ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে গোটা রাজ্যে এখন আটত্রিশ হাজার স্ব সহায়ক দল গড়ে উঠেছে। উপমুখ্যমন্ত্রী স্ব সহায়ক দলের ঋণের পরিমান উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত 468 দশমিক 75 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।আগামী অর্থবছরে আরো 230 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কারণ মহিলাদের হাতে টাকা পৌঁছালে সেই টাকা গচ্ছিত থাকে। এই ভাবেই গড়ে উঠবে আত্মনির্ভর ত্রিপুরা।গত সাড়ে চার বছরে উন্নয়নের হিসেবে তুলে ধরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ বলেন , আমরা কখনোই বলবো না সবকিছু হয়ে গেছে। তবে সবকিছু হয়েছে না বলে ঝান্ডা ডান্ডা নিয়ে আন্দোলন করলে চলবে না। আন্দোলন করতে হবে স্ব সহায়ক দল নিয়ে। গ্রামীণ আবাসন প্রকল্প নিয়ে এদিন উপমুখ্যমন্ত্রী পূর্বতন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেছেন। বলেন, বিগত সরকারের আমলে 16– 17এবং-17- 18 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা 54000 ঘরের মঞ্জুরি পাওয়া পেয়েছিল। তারমধ্যে রুপায়ন করেছে মাত্র 3333 টি। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের বিভিন্ন কোম্পানিতে চাকুরীর নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বেকারদের কর্মসংস্থানেরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।