Site icon janatar kalam

রাজধানী আগরতলায় সোরা প্রেমীদের ভিড়ে হারিয়ে গেলো সামাজিক দুরত্ব

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে গ্রীন জোনে খোলা হল সোরার দোকান. তারই পরিপ্রেক্ষিতে রাজধানী আগরতলাতে এমনই কিছু দৃশ্য পরিলক্ষিত হলো . তবে রাজধানীতে যে কয়েকটি সোরার দোকান খোলা হয়েছে সেগুলিতে সোরা প্রেমীদের ভিড় ছিল লক্ষণীয় , নেই সামাজিক দূরত্বের সচেতনতাও , যে জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বার বার ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলার উপর জোর দিয়েছিলেন সে জাগায় সামাজিক দূরত্ব নিয়ে কোনো হেলদোল লক্ষ করা গেলো না ক্রেতা ও সোরা ব্যবসায়ীদের মধ্যে . তাছাড়া সোরা ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব নিয়ে এভাবে অবহেলা করাতে কতদূর গড়াবে সোরার ব্যবসা তা নিয়ে রইলো প্রশ্ন চিহ্ন ?

Exit mobile version