কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে গ্রীন জোনে খোলা হল সোরার দোকান. তারই পরিপ্রেক্ষিতে রাজধানী আগরতলাতে এমনই কিছু দৃশ্য পরিলক্ষিত হলো . তবে রাজধানীতে যে কয়েকটি সোরার দোকান খোলা হয়েছে সেগুলিতে সোরা প্রেমীদের ভিড় ছিল লক্ষণীয় , নেই সামাজিক দূরত্বের সচেতনতাও , যে জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বার বার ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলার উপর জোর দিয়েছিলেন সে জাগায় সামাজিক দূরত্ব নিয়ে কোনো হেলদোল লক্ষ করা গেলো না ক্রেতা ও সোরা ব্যবসায়ীদের মধ্যে . তাছাড়া সোরা ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব নিয়ে এভাবে অবহেলা করাতে কতদূর গড়াবে সোরার ব্যবসা তা নিয়ে রইলো প্রশ্ন চিহ্ন ?