Site icon janatar kalam

সিদ্ধিদাতা গণেশের পুজোয় মেতে উঠল রাজ্যবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
তিথি অনুযায়ী বুধবার থেকে শুরু হলো সিদ্ধিদাতা গণেশের পূজা। আর এই গণেশ পূজার মধ্য দিয়ে যেন বেজে উঠলো শারদীয়া উৎসবের সূচনার দামামা। শারদীয় উৎসবের শুরুতেই সিদ্ধিদাতা গণেশের পূজা উপলক্ষে আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে আবাল বৃদ্ধ বণিতার মধ্যে নতুন করে উৎসাহ জেগে উঠেছে। কথিত আছে সিদ্ধিদাতা গণেশের পূজা যে কোন পূজার শুরুতেই করতে হয়। গণেশ চতুর্থী এই অর্থে মানুষের কাছে অত্যন্ত আগ্রহের। গণেশের কাছে প্রার্থনা জানিয়েই শারদীয়া উৎসবের দিনগুলিতে পরিবার পরিজনদের নিয়ে জাতি উপজাতির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার জন্য দেব-দেবীদের কাছে প্রার্থনা জানানো হয়। বর্তমান সময় থেকে কয়েক বছর আগেও গণেশ চতুর্থী কেন্দ্র করে এত ঝাঁকজমক ও উন্মাদনা পরিলক্ষিত হতো না। রাজ্যে বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার বছর দুই আগে থেকে গণেশ চতুর্থীর প্রতি ধর্মপ্রাণ মানুষের আগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে। যদিও বিগত দুই বছর করোনা সংক্রমণজনিত কারণে গণেশের আরাধনার ক্ষেত্রেও কিছুটা হলেও ভাটা পড়েছিল। কিন্তু সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদুই এই রাজ্যের এবং দেশের মানুষ কিছুটা হলেও করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পেয়েছে। তাই এবছর অতীতের সমস্ত রেকর্ড অতিক্রম করে যেন গণেশ পূজার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে রাজ্যে। বহু বাড়িঘর ও ক্লাবে এবছর আয়োজন করা হয় সিদ্ধিদাতা গণেশের আরাধনা। অনেকটা ঝাঁকজমকপূর্ণভাবেই গোটা রাজ্যে তিথি অনুযায়ী বুধবার থেকে শুরু হলো গণেশ বন্দনা। নিয়ম মেনে টানা চার দিন চলবে এই পুজো। শারদীয় উৎসবের প্রাকলগ্নে সিদ্ধিদাতা গণেশের আরাধনাকে ঘিরে এই মুহূর্তে উৎসবের আমেজে রাজ্যের ধর্মপ্রাণ উৎসব প্রেমিরা।

Exit mobile version