Site icon janatar kalam

সমবায় গুলির উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন রাজ্য সরকার: মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে mরাজ্য সরকার সমবায় গুলির উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে কোঃঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ২০২১-২২ বর্ষের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী,ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, বিশিষ্ট সমাজসেবী অসিত রায়, গৌরাঙ্গ ভৌমিক, সমবায় দপ্তরের সহ-নিয়ামক এন.আর.চক্রবর্তী,রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Exit mobile version