Site icon janatar kalam

আনন্দনগরে প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা শহরতলী আনন্দনগর এলাকায় প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন এই ভবনের উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়াও ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করে এদিন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন রাজ্যে এই মুহূর্তে মাছ, মাংস, ডিমের উৎপাদন অনেকটাই বেড়েছে। চাহিদার সাথে সম্মতি রেখে এসব সামগ্রীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। রাষ্ট্রীয় বকুল মিশন প্রকল্পে গ্রামীণ এলাকায় দেওয়া হচ্ছে গাভী। এর মধ্য দিয়ে একদিকে যেমন প্রাণী পালকরা আর্থিক দিক দিয়ে আগামী দিন সামনের দিকে এগিয়ে যাবে, তেমনি রাজ্যে বৃদ্ধি পাবে দুধের উৎপাদন।

Exit mobile version