Site icon janatar kalam

ভিলেজ কাউন্সিলে লড়বে আম আদমি প্রস্তুতি নিচ্ছে ২৩ বিধানসভা নির্বাচনে লড়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিলিজ কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি । পাশাপাশি ২০২৩ বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি । সোমবার প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন আম আদমি পার্টির ধলাই জেলার কো ইনচার্জ প্রবীর কুমার কলই। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার কো ইনচার্জ রঞ্জিত দত্ত। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রম দেববর্মা, সত্য দেববর্মা, সমীর ত্রিপুরা প্রমূখ। সাংবাদিক বৈঠকে ধলাই জেলার কো ইনচার্জ প্রবীর কুমার কলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে। তার মধ্যে অন্যতম হল দিল্লিতে আম আদমি পার্টির 40 বিধায়ক কেনা। অভিযোগ 20 কোটি টাকা করে 40 জন বিধায়ককে কিনলে আটশ কোটি টাকার প্রয়োজন। জনগণের টাকায় বিজেপি বিধায়ক কেনাবেচা করছেন।

Exit mobile version