জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
খুমুলুঙের সমাবেশে অংশ নিতে গিয়ে তিপ্রামথা কর্মীদের হাতে আক্রান্ত ও সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় যান দুর্ঘটনায় আহত কর্মীদের দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতদিন সমাবেশ শেষ করেই দলীয় কাজে মুখ্যমন্ত্রী চলে যান গুহাটিতে। তাই মঙ্গলবার রাজ্যে ফিরে প্রথমেই তিনি দেখতে যান আহতদের। হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মী ও তাদের পরিবার-পরিজনদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরবর্তী সময়ে তিনি আহতদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সাথেও। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কা জনক। তাই প্রত্যেকেই দ্রুত সুস্থ করে করে তোলার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন তিনি। তিনি আশা বিরক্ত করেন প্রত্যেকেই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী সমাবেশে অংশ নিতে যাওয়া কর্মীদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এধরনের সন্ত্রাস রুখতে হবে। কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আক্রমণকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।