Site icon janatar kalam

খুমুলুঙে বিজেপির জনসভায় আসা লোকদের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানান জিতেন্দ্র চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।

যোগেন্দ্রনগর বিদ্যাসাগরস্থিত সিপিআইএম পার্টি অফিসে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় অজিত রায়চৌধুরীর শহিদান দিবসটি। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। সকালে শহীদ অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবিরের কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন সংসদ জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ছিলেন পার্টির জেলা সম্পাদক রতন দাস, আগরতলা পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ আরো অনেকে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে বক্তব্য রাখতে গিয়ে পার্টি রাজ্য সম্পাদক শ্রী চৌধুরী গতকালের রাজনৈতিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন খুমুলুঙে, বিজেপির জনসভায় আসা লোকদের উপর বিভিন্ন জায়গায় একটা রাজনৈতিক দল বাধা দিয়েছে। সভা ফেরত কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত। সিপিআইএম দল এধরনের আক্রমণের ঘটনার সমর্থন করে না, নিন্দা করে। এসব ঠিক নয়। এটা ক্রিকেটের ভাষায় রিভার সুইমিং। বিজেপির বিরুদ্ধে এই রিভার সুইমিং শুরু হয়ে গেছে।

Exit mobile version