জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা সরকারি গেস্ট হাউস থেকে সোমবার সকালে উদয়পুর যাওয়ার পথে সূর্য মনি নগর এলাকায় দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি সূচনা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের কার্যকর্তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত জানালেন সর্বভারতীয় সভাপতিকে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারি বিনোদ সোনকরসহ অগণিত কার্যকর্তা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কার্যকর্তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে জে পি নাড্ডা বলেন, দলের প্রতিষ্ঠাতা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জী আর বিচার ব্যবস্থাপক দীনদয়াল উপাধ্যায়। তাদের তৎপরতাতেই আজ বিজেপি পৃথিবীর সর্বোচ্চ পার্টি। এই রাজ্যের জনগনও পদ্ম এনে বিকাশে শামিল হয়েছেন এখন। এই বিকাশকে আরো এগিয়ে নেবার জন্য ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আশীর্বাদ চাইলেন এদিন তিনি।