গন্ডাছড়ার লক্ষিপুর গাছ বাগান এলাকার রঙ্গমালা চাকমা নামের এক জনজাতি মহিলা সরকারি সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত. রঙ্গমালা চাকমা জানান তাদের ৪জনের সংসার তার স্বামীর অন্যের বাড়িতে কাজ করে দিন মজুরের কাজ করে সংসার প্রতিপালন করতে হয়. বর্তমানে লক ডাউনের ফলে এখন কাজ নেই. যার ফলে তাদের সংসার চালাতে হীমশীম খেতে হচ্ছে. তিনি জানান এখন পর্যন্ত সরকারি ভাবে চাল সহ অন্নান্য খাদ্য সামগ্রী থেকে তারা বঞ্চিত. দরিদ্র সীমার নিচে বসবাস করলেও তাদের পরিবারে জুটে নি বিপিএল কার্ড. যার ফলে সরকারি ঘর , শৌচালয় কোন কিছুওই সুযোগ সুবিধা পাচ্ছেননা. এই মত অবস্থায় অসহায় পরিবারটি বাশের ভাঙ্গা ঘরেতেই দিন কাটাতে হচ্ছে . এখন দেখার প্রশাসনের কর্মকর্তারা এই অসহায় পরিবারটির দিকে কতটুকু ফিরে তাকায়.