Site icon janatar kalam

উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র এলাকায় রাজনৈতিক উত্তেজনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে উত্তপ্ত চড়িলাম হেরমা এলাকা। বিজেপির এক যোগদান সভাকে কেন্দ্র করে এই এলাকায় মথা সমর্থকদের উন্মত্ততা। যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। যোগদান সভাতে অংশ নেবার কথা ছিল বিজেপি সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া। মূলত তাকে ঘিরে এই বিক্ষোভ। যদিও এই বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত কর্মসূচিতে অংশ নিতে পারেনি শ্রীমতি জমাতিয়া। তবে তাদের বিক্ষোভ যেন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। এক সময় পুলিশকে ফাঁকা আওয়াজ করতে হয়। শুধু তাই নয়, বাধ্য হয়ে লাঠিচার্জও চালায় পুলিশ। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। তবে এদিন উপমুখ্যমন্ত্রীকেও বিক্ষোভ দেখালো মথার কর্মীসমর্থকরা। ক্ষুব্ধ জিষ্ণু দেববর্মন জানালেন তারা নেতার কথাই মানেনা, প্রদ্যুৎ কিশোর পাঁচ বার ফোন করে বলেছিলেন ওই এলাকায় গেলে সমস্যা হবে না, অনিমেষ দেববর্মা একই কথা বলেছিলেন। তাদের কথা শুনেনি এরা। এ কিরকম পার্টি কার কথা শুনে এরা? এরা কী মেলারমাঠের মানিক সরকারের কথা শুনে? কিন্তু মুখে মুখে বলে থাংসা, থাংসা। ডান্ডা নিয়ে কি থাংসা হয়? রাজা বলছেন ভালোবাসা দিয়ে হবে থাংসা। কিন্তু বিজেপির কার্যকর্তাদের ডান্ডা দিয়ে মারা হয়েছে। তাদের কথা কেউ মানছে না। ওই দলের নেতা নেই,নীতি নেই, কোনো কর্মসূচি নেই। তাদের কাজ একমাত্র রোড ব্লক করা।

Exit mobile version