জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের দ্বিতীয় ত্রি বার্ষিক রাজ্য সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়নের চেয়ারম্যান সন্তোষ সাহাসহ সংগঠনের কর্মকর্তারা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন রাজ্যে সরকার পরিবর্তন হবার পর কর্মচারীদের সুযোগ সুবিধা সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। রাজ্য সরকার কর্মচারীদের কথা মাথায় রেখেই কাজ করছে। সরকারের সমস্ত কাজ সমাজের অন্তিম ব্যক্তির ক্ষেত্রে পৌঁছানুর জন্য কর্মচারীদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র সিটিজেন এবং পেনশনার্সদের অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং বর্তমান কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় সরকারের নীতি সিদ্ধান্ত কর্মসূচি বা মানুষের জন্য কাজগুলি সমাজের অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছূতে পারবে। মেয়র সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘের সদস্যদের পাশে রয়েছেন বলেও আশ্বস্ত করেন।