জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বিগত দিনের মতো এবারও শ্রদ্ধার সাথে বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে টেরেসার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানালো তার অনুগামীরা। ২৬ শে আগস্ট দিনটিতেই জন্ম হয়েছিল নোবেল জয়ী মাদার টেরেসার। যিনি আর্তের সেবায় নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় সারাটা জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এই নারী।এই টেরেসার জন্মদিন শুক্রবার। এবছর তার ১১২ তম জন্মবার্ষিকী। বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও তার জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। নির্মলা শিশুগৃহে এদিন টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ প্রার্থনা সভার । এতে শিশু গৃহের আবাসিক ও তার শিষ্যরা অংশগ্রহণ করেন।