জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে বৃহস্পতিবার আগরতলায় নিজের সরকারি আবাসনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন,ভারত তথা ত্রিপুরা থেকে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে ত্রিপুরা সরকার। যেমন বিমান পথ ঘোষণা দেওয়া হয়েছে। অতি শীঘ্রই এই বিমান পরিষেবা চালু হবে আগরতলা চিটাগাং এর মধ্যে। এতে রাজ্যের পর্যটন ক্ষেত্রে যথেষ্ট যেমন উন্নত হবে, তেমনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মধুর হবে। বিমান পরিষেবা ছাড়াও রেল যোগাযোগের কাজ চলছে। ২০২৩ সালের মার্চের মধ্যে শুরু হতে চলেছে রেলপথ। তবে এক্ষেত্রে কাজের দিক দিয়ে বাংলাদেশে কিছুটা পিছিয়ে আছে। এই কাজ শেষ হলেই দেশ যোগাযোগ হয়ে যাবে। ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে তাতে রাজ্যবাসী উপকৃত হবে। তিনি এদিন আরও বলেন, সাব্রুম ফেনী নদীর ব্রিজ ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের দিক দিয়ে কিছুটা সমস্যা থাকায় এই ব্রিজ চালু হতে খানিকটা দেরি হচ্ছে। তবে তিনি আশা ব্যক্ত করেন যে ,অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে সাব্রুম ফেনী নদীর উপর দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা।