Site icon janatar kalam

প্রয়াত কবি মন্ত্রীর জন্মবার্ষিকীতে গুচ্ছ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কবি প্রয়াত অনিল সরকারের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবছর সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। আগামী ২৮শে আগস্ট মেলার মাঠ আম্বেদকর ভবনে সকালে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে শুরু হবে এই কর্মসূচি। ৩১ আগস্ট ধলেশ্বরে সিপিআইএম পূর্ব লোকাল অফিসে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। এতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা মানিক সরকার। পয়লা সেপ্টেম্বর প্রয়াত কবির জন্মদিনের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা সিটি সেন্টারের সামনে। এদিন তপশিলি সমন্বয় সমিতির উদ্যোগে সারা রাজ্য জুড়ে কবি অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বৃহস্পতিবার আগরতলা মেলারমাঠ স্থিত আম্বেদকর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন কবি অনিল সরকারের ৮৩ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বিপদ বন্ধু ঋষি দাস। তিনি আরো জানান ১লা সেপ্টেম্বর দুপুরে ছাত্র যুব বনে অনুষ্ঠিত হবে মৌলবাদ, বর্ণবাদ বিরোধী সংগ্রামে অনিল সরকার শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখবেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ আরো অনেকে।

Exit mobile version