জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা পৌরনিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে শারদীয়া উৎসবে পূজা পরিক্রমা। শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সহায়তায় আয়োজিত এই পূজা পরিক্রমায় মোট ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্লাবগুলিকে দেওয়া হবে পুরস্কার। কম বাজেটের পুজো, সেরা প্রতিমা, আলোকসজ্জা স্মরণিকা প্রকাশ ইত্যাদি বিষয়ে প্রথম তিন স্থানাধিকারী ক্লাবকে পুরস্কৃত করার উদ্যোগ নেয় ৩৯ নং ওয়ার্ড। বৃহস্পতিবার ওয়ার্ড কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কর্পোরেটর অলক রায়, অভিজিৎ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে এমনটাই জানালেন ওয়ার্ডের সাংস্কৃতিক কমিটির সভাপতি বিপ্লব চন্দ। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো জানান বিচারক মন্ডলী প্রতিটা ক্লাবে ঘুরে ঘুরে বিজয়ীদের নির্বাচন করবেন। পরবর্তীতে ১২ ই অক্টোবর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ও এন জি সির এসেট ম্যানেজার সহ আরো বিশিষ্ট জনেরা।