Site icon janatar kalam

জেলা পরিষদের বর্ষপূর্তিতে কৃতি সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তিন বছর পূর্তিতে বৃহস্পতিবার। পশ্চিম জেলাশাসকের কার্যালয়ে আয়োজন করা হয় এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের। এতে দিব্যাঙ্গজন কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ আরো বিশিষ্ট জনেরা। জেলা পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী শ্রীমতি চাকমা বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের অন্যান্যদের মতো মানুষ। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার একটি পলিসি তৈরি করবে। এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ করা হবে। উদ্দেশ্য একটাই তাদের আরো বেশি করে সুযোগ সুবিধা দেওয়া। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে তাদের জন্য রয়েছে বহুবিধ প্রকল্প।

Exit mobile version