Site icon janatar kalam

দল বদলু সুবলের অপসারণ, এখনকি ঠাই খুঁজছেন বিজেপিতে?

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল দল বদলু সুবল ভৌমিককে।রাজনীতিতে যাকে বলা হয় বিকৃত মস্তিষ্ক। এক প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা ইনচার্জ রাজিব ব্যানার্জি ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সুবল ভৌমিককে সরিয়ে দেওয়ার কথা অবহিত করেন।যদিও বেশ কিছুদিন ধরে চর্চায় ছিল সুবলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। প্রশ্ন উঠছে দল বদলু সুবলের এবার ঠাঁই হবে কোথায়। রাজনীতিতে থাকবে নাকি ঝরে যাবে শুকনো পাতার মতো।বারবার দল পাল্টিয়েছে শুধু নিজের চেয়ার মজবুত করার জন্য। সুবল ভৌমিক আদৌ কি জনগণের স্বার্থে রাজনীতি করছে নাকি নিজের আখের গোছানোর জন্য বারবার দল পাল্টাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে এখানেই। তবে এবার আর দল পাল্টাতে হয়নি, তৃণমূল কংগ্রেস আগে থেকেই তাকে পদ থেকে অব্যাহতি দিল।

Exit mobile version