জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই চালু হচ্ছে আগরতলা থেকে চিটাগাং বিমান পরিষেবা। যার ভাড়া পড়বে মাথাপিছু সাড়ে চার হাজার টাকা। সপ্তাহে তিন বার আগরতলা থেকে চিটাগাং এবং চিটাগাং থেকে আগরতলা বিমান চলাচল করবে। তাতে করে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে প্রায় 15 কোটি টাকা দিতে হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার কেবিনেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মহাকরণের সাংবাদিক বৈঠকে তথ্য তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী আরও জানান, প্রাথমিকভাবে আগরতলা থেকে চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হল, পরবর্তীকালে ধাপে ধাপে আগরতলা ঢাকা ও আগরতলা সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া প্রভৃতি দেশে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।