Site icon janatar kalam

নাড্ডার জনসভার প্রস্তুতি দেখতে খুমুলুঙে টিম সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগামী ২৮ আগস্ট দুই দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাই রাজ্যের শাসক দল এখন ব্যস্ত দলের সর্বভারতীয় সভাপতি রাজ্য সফরকে ঘিরে। জানা গেছে রাজ্য সফর কালে নাড্ডা দলের বিভিন্ন স্তরের নেতা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এছাড়া ২৯ আগস্ট সফরের শেষ দিন এডিসির সদর দপ্তর খুমুলুঙে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নাড্ডার জনসভাকে সফল করে তোলার জন্য পুরোদমে ময়দানে নামলেন প্রদেশ নেতৃত্ব। জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে মঙ্গলবার খুমুলুঙে জনসভা স্থলটি পরিদর্শন করলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। জনসভা স্থল পরিদর্শনকালে জনসভার মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলিও খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী শ্রীচৌধুরীর এদিনের এই পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, মন্ত্রী রামপদ জমাতিয়া, পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায় ও পাপিয়া দত্ত সহ আরো অনেকে।

Exit mobile version