Site icon janatar kalam

মজলিশপুরে বিরোধী শিবিরে বড় ধরনের ভাঙ্গন ধরালো বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ২৯ শে আগস্ট রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডার রাজ্য সফরকে ঘিরে এখন চলছে শাসকদলের মধ্যে জোরদার প্রস্তুতি। রাজ্য সফরে এসে তিনি এডিসির সদর দপ্তর খুমুলুঙে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। তাই দলের সর্বভারতীয় সভাপতির সফল করে তুলতে এডিসি এলাকায় চলছে জোরদার প্রস্তুতি। দলের সর্বভারতীয় সভাপতির রাজ্যসফরের ঠিক প্রাক মুহূর্তে এবার বিরোধী শিবিরে বড় ধরনের ভাঙ্গন ধরালেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছয়টি ভিলেজের ৩৬৩ পরিবারের ৮৬০ জন জনজাতি ভোটার মন্ত্রী শ্রী চৌধুরী হাত ধরে যোগ দিলেন বিজেপি শিবিরে। এদিনের এই যোগদান কর্মসূচিতে মন্ত্রী শ্রী চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উপজাতি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি, মন্ডল সভাপতি সহ স্থানীয় এক ঝাঁক নেতৃত্ব। দলত্যাগীদের দলে বরণ করে নিয়ে এদিন মন্ত্রী শ্রী চৌধুরী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মোদীজি ও রাষ্ট্র বাদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তাতে আপ্লুত হয়ে সিপিআইএম, তিপ্রামথা ও আইপিএফটি দল ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আগামী ২৯ আগস্ট খুমুলুঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি সমাবেশ। তিনি আশা ব্যক্ত করেন যে, এই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার জনজাতি সামিল হবেন।

Exit mobile version