জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
প্রশাসনিক কিংবা সাংগঠনিক কাজ ছাড়াও কার্যকরতাদের পাশে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাম্প্রতিককালে এমন একাধিক ঘটনার প্রমাণ উঠে এসেছে জনসম্মুখে। শনিবার গোমতী জেলার রাজনগরস্থিত পিপিরিয়া খলা পঞ্চায়েত উপ প্রধান বাদল সরকারের বাবার পারলৌকিক ক্রিয়ায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রয়াতের স্মৃতি প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি l পেশায় অন্ন দাতা প্রয়াত অবিনাশ সরকারের সৎ ও আদর্শবান জীবন ধারায়, সর্বদাই ছিলেন মানুষের কল্যাণে সমর্পিত। সেখান থেকে ফেরার পথে রাজ্যের ডায়নামিক প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্মিয়মান কাঁকড়াবন -শালগড়া মন্ডল কার্যালয় পরিদর্শন করে দলের কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। তিনি মনে করেন সংগঠনের মূল চালিকা শক্তি এই কার্যকর্তাদের নিরলস প্রয়াসে ত্রিপুরার মাটিতে পদ্ম প্রস্ফুটিত হয়েছে l আসন্ন বিধানসভা নির্বাচনে আরও অধিক জন আস্থা নিয়ে পুনরায় সরকার প্রতিষ্ঠা নিবিড় জনসংযোগ সহ সাধারনের সহায়তাকল্পে তারা সর্বদাই প্রস্তুত। এদিন মির্জা এলাকার সাধারণ নাগরিক ও কার্যকর্তাদের প্রদর্শীত কল্পনাতীত স্নেহে অভিভূত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বড়পাথরী থেকে ফেরার পথে মির্জা দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার বার্তা পেয়ে স্বল্প সময়ের মধ্যে উপস্থিত হওয়া বড়মাত্রায় কার্যকর্তাদের উপস্থিতি যেন অপ্রস্তুত হল সভায় রূপ পায়। সরকার প্রতিষ্ঠায় নিষ্ঠাবান পৃষ্ঠা প্রমূখদের পরিশ্রম ছিল অন্যতম।