জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে ভারতের জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একই দিনে ৬০ টি বিধানসভায় শনিবার থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী কার্যক্রম। এদিন পানিসাগর বিধানসভার অন্তর্গত রুয়া ও পূর্ব রুয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে সরকারের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির সম্মানিত স্পোর্টস ইনচার্জ রাহুল ভট্টাচার্জী, প্রদেশ যুব মোর্চার সদস্য রুপম দেব, পানিসাগর যুব মোর্চার মন্ডল সভাপতি রাজন দাস ।এদিকে এদিন পানিসাগর মন্ডলের অধিনে জলাবাজার কালী মন্দিরে পূজা ও যজ্ঞ করে প্রবাস কার্যক্রম শুরু হয় ।