জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
অবিলম্বে সবাইকে একসাথে নিয়োগ পত্র দেওয়ার দাবি নিয়ে আবারো শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা শনিবার আচমকা চাকুরি প্রত্যাশীরা মন্ত্রীর বাসভবনের সামনে দাবি নিয়ে সরব হয়। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। একসময় আন্দোলনকারী বেকার যুবক-যুবতীদের এদিন পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। এদিকে খবর পেয়ে আন্দোলন স্থলে ছুটে আসেন কংগ্রেস নেতৃত্ব।সুদীপ ময়দানে অবতীর্ণ হতেই পুলিশের হাত থেকে রক্ষা পেলেন শিক্ষা মন্ত্রীর বাড়ি ঘেরাওকারী বেকাররা। পরবর্তীতে সুদীপের হস্তক্ষেপে আন্দোলনের সমাপ্তি ঘটে এবং গ্রেফতার হওয়ার হাত থেকে রক্ষা পান বেকাররা। পরে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। শিক্ষামন্ত্রী এদিন ফের আরো একবার পুজোর আগে কিছু সংখ্যক নিয়োগের আশ্বাস দিলেন বলে জানালেন আন্দোলনকারীরা।