সারা দেশে এই কঠিন পরিস্থিতিতে গরিব শ্রেণীর মানুষ বিপন্ন হয়ে পড়েছে । এরই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর এমবিবি ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ গরিব পরিবারের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবের উপস্থিতিতে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয় । এদিনের কর্মসূচি থেকে নীতি বলেন এই ধরণের কর্মসূচি রাজ্যের গরিব শ্রেণীর মানুষদের এই মুহূর্তে দিন যাপনে সহায়তা করছে এবং রাজ্যকে করোনা মুক্ত করতে এই ধরণের কর্মসূচি জারি রাখার আহবান রাখার পাশাপাশি রাজ্যকে মডেল স্টেট ঘোষণায় ত্রিপুরাবাসীর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি ।