জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-হিন্দু ধর্মাবলম্বী বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণের একটি হল দেবী মনসা পূজা। মাসব্যাপী মনসার পুঁথি পাঠের শেষে শ্রাবণ মাসের শেষ দিন পূজিত হয়ে থাকেন সর্পের দেবী বলে পরিচিত মনসা।এক প্রকার উৎসবের আমেজে রাজ্যের সর্বত্র বুধবার সকাল থেকে পূজিত দেবী মনসা। অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করেই নিজেদের সাধ্য অনুযায়ী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন রাজ্যবাসী। মহা ধুমধামে উৎসবের আমেজে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চলে চলছে দেবী মনসার আরাধনা। আর এই দেবী মনসার আরাধনা মানেই যেন কার্যত ঢাকে কাঠি পড়ে গেল শারদীয়া দূর্গা উৎসবের। এবছর বহু বাড়িঘরেই পূজিত হচ্ছেন দেবী মনসা।