জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
উপজাতি ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি-দাওয়াসহ মোট পাঁচ দফা দাবিতে এবার গণ অবস্থানে বসল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের কর্মীরা।
এডিসি প্রশাসনের উদ্যোগে খুমুলুঙে মেডিকেল কলেজ, ইউনিভারসিটি, টেকনিক্যাল কলেজ স্থাপন, রাজ্যের যে সমস্ত এলাকায় আসফা চালু রয়েছে তা প্রত্যাহার, রিফিউজ দের চিহ্নিত করে বহিষ্কারের ব্যবস্থা সহ মোট পাঁচ দফা দাবিতে এবার রাস্তায় নামল এই দুটি সংগঠন। বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান চত্বরে এই দুটি সংগঠনের উদ্যোগে দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয় গণ অবস্থান কর্মসূচী। তিন ঘণ্টার এই গণ অবস্থানের নেতৃত্ব দেন টিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশু কুমার দেববর্মা।