জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ১৯ শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিগত দিনের মতো এবারও মহাসমারোগে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করবেন শ্রীকৃষ্ণের এই জন্মতিথি। রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মন্দিরে এবারো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয় নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের। মঙ্গলবার শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা যাদব মহাসভার উৎসব কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ জানান, ১৮ আগস্ট কৃষ্ণ সাজো দিয়ে শুরু হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। উৎসব চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে হবে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন, ধর্মীয় আলোচনা চক্র সহ নানা অনুষ্ঠান। এছাড়া এই উৎসব উপলক্ষে সামাজিক কর্মকান্ড হিসেবে অনাথ আশ্রমে প্রদান করা হবে বিভিন্ন খাদ্য সামগ্রী।