Site icon janatar kalam

মন্দির নগরীতে বিপ্লবের উপস্থিতিতে বাইক মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-হর ঘর তেরেঙ্গা কর্মসূচিকে সফল করতে আরো একবার ময়দানে নামলেন শাসক দল বিজেপির রাধাকিশোর পুর মন্ডল ও মাতাবাড়ি মন্ডল। দুই মন্ডলের যৌথ উদ্যোগে মন্দির নগরীতে অনুষ্ঠিত হলো সুবিশাল বাইক মিছিল। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ দুই মন্ডলের নেতৃত্ব। মিছিলে অংশ নিয়ে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হরঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার জন্য প্রত্যেকের কাছে আহ্বান রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবারের এই বাইক মিছিল উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।বাইক মিছিল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছুটে যান মাতাবাড়ি এলাকায় । সেখানে গিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে মাতাবাড়ি আরডি ব্লকের ব্যবস্থাপনায়, নিবেদিতা স্ব-সহায়ক দলের কর্মীদের দ্বারা প্রস্তুত জাতীয় পতাকা, ত্রিনয়নী ও জুঁই নামক মহিলাদের দ্বারা পরিচালিত স্ব-সহায়ক দলের সদস্যাদের থেকে জাতীয় পতাকা ক্রয় করেন l এদিন মহিলাদের আর্থিক স্বয়ম্ভরতার লক্ষ্যে স্ব-সহায়ক দলের মাধ্যমে সাফল্য প্রতিফলিত হতে দেখা যায় l ১৩-১৫ আগস্ট নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশীদার হওয়ার জন্য আবেদন রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।

Exit mobile version