Site icon janatar kalam

রামনগরে বাইক মিছিলে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- হরঘর তেরেঙ্গা কর্মসূচি সফল করার জন্য শুক্রবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সুবিশাল বাইক মিছিল। বিধায়কের বাসভবন থেকে বাইক মিছিল বের হয়ে বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। এতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছিলেন এলাকার বিধায়কসহ আরো অন্যান্যরা। এদিনের এই বাইক মিছিলে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন হর ঘর তেরেঙ্গার একটা মহল তৈরি হয়েছে রাজ্যে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানকে সার্থক করতে চাইছে। রাজ্যের সর্বত্রই ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে এই হরঘর তেরেঙ্গা কর্মসূচিকে ঘিরে। যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের জন্যই এই কর্মসূচি।

Exit mobile version