জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রভাত ফেরি। এদিন সকালে মন্ডল অফিস থেকে দলের নেতাকর্মীরা হাতে তেরেঙ্গা ঝান্ডা নিয়ে অংশ নেয় প্রভাত ফেরীতে। তবে প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম মুখ হিসাবে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও ছিলেন মন্ডল সভাপতি দীপক কর, সন্তোষ সাহা, কর্পোরেটর সুখময় সাহা সহ আরো অনেকে। প্রভাত ফেরিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। প্রভাত ফেরীতে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কোন নাগরিকের মনে না থাকে দেশের প্রতি ভালোবাসা, সেই ব্যক্তি কোনদিন প্রতিষ্ঠিত হতে পারে না নিজের জীবনে। সেটা বিশ্বজুড়ে প্রমাণিত। মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতেই ভারতকে নিয়ে যেতে চাইছেন।