জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল এক পদযাত্রা। এদিন সকালে মহারাজগঞ্জ বাজার স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই পদযাত্রা। এতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই এলাকার বিধায়ক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এলাকার কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান রেখেছেন দেশের জন্য যারা প্রাণ বলিদান করেছেন তাদেরকে স্মরণ করার জন্যই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান রাখেন তিনি।