জনতার কলম ত্রিপুরা সোনামুড়া প্রতিনিধি :-অমৃত মহোৎসবে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাইক রেলির আয়োজন হয়েছে সোনামুড়া মন্ডলের উদ্যোগে। যুবকদের অংশগ্রহণ ছিল সতস্ফুর্ত। আজাদিকা অমৃত উৎসবকে সামনে রেখে 22 সোনামুড়া মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজন করেছে একটি বাইক রেলি। বাইক রেলিটি মেলাঘর বিওসি থেকে শুরু করে সোনামুড়ায় এসে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার।এখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিকথা তুলে ধরেন। এদিন সোনামুড়া মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চা আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে তিরঙ্গা পতাকা তোলার আহ্বান জানান। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রেলিতে মেলাঘর সোনামুড়া যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।